বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাতে অভিযুক্ত ব্যক্তিকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে । গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ শরীফ উল ইসলাম শেহজাদ। তিনি নিজেকে বিজয় দাস নামে পরিচয় দিতেন। তার বয়স ৩০।
রোববার (১৯ জানুয়ারি) ভোরে তাকে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয়।
আটকের পর এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত বাংলাদেশী বলে নিশ্চিত করে মুম্বাই পুলিশ। খবর এএনআই নিউজের।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদের বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলায়। হামলার পর নিজ দেশে ফেরার জন্য চেষ্টা চালাচ্ছিল সে।
মুম্বাই পুলিশ বলছে, অভিযুক্ত হামলাকারীর কাছে থেকে কিছু নথি জব্দ করা হয়েছে যা ইঙ্গিত করে যে সে একজন বাংলাদেশী নাগরিক। তার কাছে বৈধ ভারতীয় নথি নেই। তিনি ছয় মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং গত গত চার মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন।ভারতে প্রবেশের পর তিনি তার নাম পরিবর্তন করে বিজয় দাস রাখেন।
পুলিশ বলছে, শরিফুল ইসলাম শেহজাদ একজন ব্যাচেলর এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। তবে কয়েক মাস ধরে তিনি বেকার ছিলেন। মুম্বাইয়ের ওরলিতে কয়েকজন বন্ধুর সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন তিনি।
জানা গেছে, নিরাপত্তারক্ষী ঘুমিয়ে থাকার সুযোগে অভিযুক্ত সাইফের বাড়ির ১১ তলায় উঠে যান এবং ফায়ার এক্সিটের ডাক্ট শ্যাফট দিয়ে অভিনেতার ফ্ল্যাটে প্রবেশ করেন। অভিনেতার ছেলেদের ঘরের কাছে সোজা চলে গিয়ে বাথরুমে লুকিয়ে ছিলেন তিনি।
মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শেহজাদ সাইফের বাড়িতে চুরির উদ্দেশেই প্রথমে ঢুকেছিল। কিন্তু সে জানত না সে সাইফ আলি খানের বাসায় প্রবেশ করেছে।
অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আগামীকাল সোমবার আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তের পিছনে কোনও বৃহৎ চক্র সক্রিয় রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।