শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেলেন শিক্ষিকা মাসুমা আগামী সপ্তাহেই সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে কমিশন: ইসি সচিব আসিফ নজরুল: সংস্কার কমিশনের প্রস্তাবিত আইনগুলো দু-এক মাসের মধ্যে করা হবে তেঁজগায় থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল বিইউএফটি মডেল জাতিসংঘ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত উত্তরা পাসপোর্ট অফিসের সামনে থেকে দালাল চক্রের ৭ জনকে আটক করেছে সেনাবাহিনী  ১৬ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে বক্সিং ও ময় থাই টুর্নামেন্ট TKO Rising Stars” স্বৈরাচার সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও অত্যাচারেই কোকো’র মৃত্যু : আমিনুল হক ৮ দফা দাবিতে মাইলস্টোনের সামনে মানববন্ধন খিলক্ষেতে চাঁদাবাজ ‘ফরমা রনি’ আটক

বাগে পেয়েও অস্ট্রেলিয়াকে হারাতে পারল না বাংলাদেশ

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়াকেও হারানোর দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন তারা। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে অজিদের বাগে পেয়েও তাদের হারাতে পারল না সুমাইয়ারা। শেষ ওভারের রোমাঞ্চে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অজিরা।সোমবার (২০ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাঞ্জিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এদিন বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই জন ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেননি। সাতে নামা আফিয়া আসিমা রানআউট হওয়ার আগে করেন সর্বোচ্চ ২৯ রান। তার ৩৪ বলের ইনিংসটিতে ছিল ২টি চার ১টি ছয়। এ ছাড়া ওপেনার সুমাইয়া আক্তার করেন ১৩ বলে ১৩ রান। সব মিলিয়ে নয় উইকেটে ৯২ রান করে বাংলাদেশ। আফিয়া অশিমা ইরার ৩৪ বল মোকাবিলা করে দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন। দুটি চারের সঙ্গে একটি ছক্কাও হাঁকান তিনি। ইরা ছাড়া দুই অঙ্কে যেতে পেরেছেন শুধু সুমাইয়া সুবর্ণা। ১৩ বল মোকাবিলা করে ১৩ রান করেন তিনি। বাকি সবাই আউট হন সিঙ্গেল ডিজিটে।

অস্ট্রেলিয়ার পক্ষে কাওমহি ব্রে, এলানো লারোসা ও তেগান উইলিয়ামসন দুটি করে উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ও মাত্র চার বল বাকি থাকতে জয় পায় অস্ট্রেলিয়া। রান তাড়ায় অস্ট্রেলিয়া দুই ওপেনার ক্যাট পেলে ও ইনেস ম্যাকিওনের কাছ থেকেই ২৬ রান পেয়ে গিয়েছিল, তাও ৩ ওভারের মধ্যেই। ২ চার ১ ছয়ে ৯ বলে ১৪ রান তুলে ফেলা ম্যাকিওন রানআউট হলে অস্ট্রেলিয়ার রানের গতি কমে। যদিও ওই ১ উইকেট হারিয়ে পঞ্চাশ রানেও পৌঁছে যায় দলটি। এরপর জান্নাতুল মাওয়া পেলকে (১৮ বলে ১৬ রান) আউট করলে বাংলাদেশ ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে। ৫০ থেকে ৬৭—এই ১৭ রানের মধ্যেই অস্ট্রেলিয়ার উইকেট ১ থেকে ৬-এ পরিণত হয়।

সাতে নামা এলা ব্রিসকো একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিলেও ৮৬ রানে অষ্টম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ দুই ওভারে বাংলাদেশের হাতে ছিল ৪ রানের পুঁজি। ফাহমিদা ছোঁয়ার করা ওই ওভারে ৪ রান তুলে ম্যাচ সমতায় নিয়ে আসে অস্ট্রেলিয়া। তবে মিড অফে থাকা ফিল্ডার সরাসরি নন স্ট্রাইকের স্টাম্প ভাঙতে পারলে এই ওভারে নবম উইকেটও পেয়ে যেত বাংলাদেশ। সেটা হয়নি। শেষ পর্যন্ত ম্যাচও জেতেনি বাংলাদেশ।
বল হাতে দলের হয়ে সবচেয়ে বড় অবদানটি রাখেন মাওয়া, ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছিল সুমাইয়া আক্তারের দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com