রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঐকমত্যের জুলাই সনদ তৈরিতে একটু ছাড় দিতে হবে : আলী রীয়াজ ২২ হাজার হজযাত্রী পৌঁছেছেন সৌদি, আরও এক বাংলাদেশির মৃত্যু বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বৈঠক বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মিষ্টি জান্নাতের উটের দুধের ব্যবসা ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন মানবিক করিডোরের নামে সার্বভৌমত্ব হুমকিতে ফেলা যাবে না: মামুনুল হক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নিচে নেমে গেল বাংলাদেশ এবার ভারতীয় সাংবাদিকই কাশ্মীর হামলা নিয়ে নতুন তথ্য দিলেন সরকারের হস্তক্ষেপ না থাকায় মুক্ত গণমাধ্যম সূচকে এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা

  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২১ বার পঠিত

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা রণিত রায়। হাসপাতাল থেকে সাইফ বাড়ি ফেরার আগেই সাইফের বাড়ি পৌঁছে যান রণিত রায় ও তার টিম। কারণ, এখন রণিতের নিরাপত্তা সংস্থা সাইফের পরিবারের সুরক্ষার দায়িত্ব পালন করবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বুধবার রাতে নিজ বাড়িতে আক্রমণের শিকার হওয়ার পর টানা ৫ দিন হাসপাতালে ছিলেন সাইফ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। আর তখনই তার সঙ্গে দেখা গেল একদল নিরাপত্তারক্ষী।

জানা গেছে, সাইফের উপর হামলার পর নিরাপত্তা সচেতন হয়েছে পুরো পতৌদি পরিবার। আর সেজন্যই এই দায়িত্ব পুরোপুরি কাঁধে নিলেন বলিউড অভিনেতা রনিত রায়।

রনিত রায়ের এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সি নামক নিজস্ব নিরাপত্তা সংস্থা রয়েছে। বলিউডসহ বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটিরাও রনিতের নিরাপত্তা সংস্থার শরণাপন্ন হন। তিনি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, করণ জোহরের মতো সমস্ত বলিউড তারকাদের নিরাপত্তা প্রদান করেন। এবার তার সংস্থা থেকে নিরাপত্তারক্ষী দেয়া হয়েছে সাইফ ও তার পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য।

এত দিন পর্যন্ত কোনরকম দেহরক্ষী সঙ্গে রাখতেন না সাইফ কিংবা কারিনা। কেবল কোন অনুষ্ঠানে গেলে তারা নিরাপত্তারক্ষী সঙ্গে রাখতেন। তবে হামলার ঘটনার পর নিরাপত্তা সচেতন হয়েছে গোটা পরিবার। রনিতের নিরাপত্তা সংস্থা নিরাপত্তা দেবে সাইফ, কারিনা এবং তাদের পরিবারকে। সাইফ আলি খান হাসপাতাল থেকে বাসায় ফেরার পর অভিনেতা রনিতকেও তার সাথে দেখা গেছে।

পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় রনিত বলেন, ‘আমরা সাইফের জন্য এখানে আছি। ও এখন ভালো আছেন।

প্রসঙ্গত, হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় সাইফের সঙ্গে দেখা করতে আসেন প্রচুর মানুষ। শর্মিলা ঠাকুর, কারিনা কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খানসহ অন্যান্য ঘনিষ্ঠরাও প্রতিদিন হাসপাতালে এসেছেন সাইফকে দেখতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com