বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

সৌদি আরবে বিশ্বকাপে থাকবে না অ্যালকোহল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ ২০৩৪ বিশ্বকাপ উপভোগ করতে যাওয়া দর্শক-সমর্থকদের সৌদি আরবের সংস্কৃতি ও রীতিকে সম্মান দেখাতে হবে। এই বিশ্বকাপে তাই অ্যালকোহল পান করার সুযোগ থাকবে না।

যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সাউদ নিশ্চিত করেছেন, স্টেডিয়ামের আশেপাশে তো বটেই, হোটেলেও কোনো অ্যালকোহল বিক্রি করা হবে না।

মুসলিম দেশটিতে কঠোরভাবে নিষিদ্ধ অ্যালকোহল। সৌদি আরবে অ্যালকোহল বিক্রয় ও ক্রয় উভয়ই দণ্ডনীয় অপরাধ। বিশ্বকাপের সময়ও এই নিয়ম বহাল থাকবে বলেই জানিয়েছেন যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ।

খালিদ বলছেন, বিশ্বকাপে মাঠে কিংবা মাঠের বাইরে অ্যালকোহল নিষিদ্ধ করবেন তারা, ‘এই মুহূর্তে আমরা অ্যালকোহল নিষিদ্ধের পক্ষেই আছি। এটা ছাড়াই অনেক আনন্দ করা যায়। আনন্দের জন্য অ্যালকোহলের কোনো দরকারই নেই। আমাদের মতো শুষ্ক দেশে অ্যালকোহলের কোনো প্রয়োজনীয়তাও নেই।

বিশ্বকাপ উপভোগ করতে আসা দর্শককে সৌদি আরবের সংস্কৃতিকে সম্মান করার আহ্বান জানিয়েছেন খালিদ, ‘প্রত্যেক দেশের নিজস্ব সংস্কৃতি আছে। আমরা সব সংস্কৃতির মানুষকে আমন্ত্রণ জানাতে প্রস্তুত। কিন্তু তাদের আমাদের দেশের নিয়মকে সম্মান করতে হবে। আমরা বাইরের কারো জন্য নিজেদের সংস্কৃতি বদলে ফেলব না। অ্যালকোহল ছাড়াও তো বেঁচে থাকা যায় তাই না?’

২০২২ কাতার বিশ্বকাপের আগেও উঠেছিল একই ইস্যু। প্রথমে অ্যালকোহল নিষিদ্ধ করার কথা বলা হলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কাতার। হোটেল ও বিশেষ ফ্যান জোনে অ্যালকোহল গ্রহণের অনুমতি পান সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com