বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উত্তরায় প্রকাশ্যে পথচারী দম্পতির উপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত চক্রের ৫ জন গ্রেফতার উত্তরায় প্রকাশ্যে পথচারী দম্পতির উপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত চক্রের ৫ জন গ্রেফতার ক্ষমতার মোহে স্বৈরাচার হবার চেষ্টা জনগণ প্রতিরোধ করবে: আমিনুল হক জাতীয়র আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি: আসিফ ভারতের ৪০ বছরের পুরোনো রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র কাশিয়ানীতে জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ শেখ মুজিবুর রহমানের ছবি ব্যতীত নোট মিলবে ঈদুল আজহায় নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া নকল তুষার বানিয়ে পর্যটক আকর্ষণের চেষ্টা, ক্ষমা চাইল চীনের এক পর্যটন কেন্দ্র

নকল তুষার বানিয়ে পর্যটক আকর্ষণের চেষ্টা, ক্ষমা চাইল চীনের এক পর্যটন কেন্দ্র

  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: তুলা এবং সাবান পানি দিয়ে তুষার তৈরি করার জন্য ক্ষমা চেয়েছে চীনের একটি পর্যটন কেন্দ্র এবং সাময়িকভাবে পর্যটন কেন্দ্রটি বন্ধও করে দেওয়া হয়েছে। দক্ষিণ-পশ্চিম সিচুয়ান প্রদেশের চেংডু শহরতলিতে নতুন খোলা পর্যটন অঞ্চল চেংডু স্নো ভিলেজ ৮ ফেব্রুয়ারি কৃত্রিম তুষারপাতের জন্য ক্ষমা চেয়েছে।

চীনের সিচুয়ান প্রদেশের ‘চেংডু স্নো ভিলেজে’  ঘটে এই ঘটনা । গ্রামটি তাদের উইচ্যাট অ্যাকাউন্টে এক পোস্টে জানায়, মূলত জানুয়ারির শেষ দিকে লুনার নববর্ষের ছুটির সময়টিতে উষ্ণ আবহাওয়ার কারণে সত্যিকারের বরফ তেমন না পড়ায় তারা পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য আনতে কৃত্রিমভাবে তুষার ঢাকা পরিবেশ তৈরি করেছিল। তুলা কিনে এবং সাবান-পানি দিয়ে নকল তুষার তৈরি করা হয়।

উইচ্যাটে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, তুলার আস্তরনে ঢেকে রাখা হয়েছে গ্রামটির বাড়ি-ঘরের ছাদ এবং গাছপালার কিছু অংশ। এতে প্রত্যাশিত ফল তো হয়ইনি। উল্টো গ্রামটি ভ্রমণে যাওয়া পর্যটকদের মনে এই নকল বরফ খারাপ প্রভাব ফেলেছে। তারা প্রতারিত হয়েছেন বলে বোধ করার কথা জানিয়েছেন। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভুয়া বরফ। সমালোচনার ঝড় উঠেছে।

স্যোশাল মিডিয়ায় একজন লিখেছেন, বাড়ি-ঘর, গাছপালাগুলো দূর থেকে দেখে ঘন তুষারের আস্তরনে ঢাকা মনে হলেও কাছে গেলেই দেখা যায় আসলে তা নকল, তুলার তৈরি বরফ!

ওদিকে, চীনা স্যোশাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে এক পর্যটক বলেছেন, আমি প্রতারিত বোধ করছি। আমার বুদ্ধিমত্তাকে অপমান করা হয়েছে।

আরেক স্যোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, তুষারবিহীন এক তুষার গ্রাম। বর্তমান ইন্টারনেটের যুগে পর্যটন এলাকাগুলোকে সততা বজায় রেখেই প্রচার চালাতে হবে। ভুয়া বিজ্ঞাপন দেওয়া এবং প্রতারণা এড়িয়ে চলতে হবে। নাহলে তারা নিজেরই নিজেদের পায়ে কুড়াল মারবে।

স্যোশাল মিডিয়ায় এমন বিরূপ প্রতিক্রিয়ার মুখে পরে পর্যটন এলাকা থেকে কৃত্রিম বরফ সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি নকল বরফের জন্য গভীর দুঃখ প্রকাশ করে তুষার গ্রাম। পরে সেখানকার পর্যটন কেন্দ্রটি বন্ধও করে দেওয়া হয়।

তথ্যসূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com