শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দি চাইল্ড ল্যাবরেটরি স্কুলে শিক্ষক শিক্ষার্থীদের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা অপরাধীদের  বিচারের দাবিতে উত্তরায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক জ্বালানি চাহিদা মেটানো কঠিন, চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা খ্রিস্টানদের ধর্মীয় প্রধানের সঙ্গে ফখরুলের সৌজন্য সাক্ষাৎ ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: ডিএমপি কমিশনার একুশে পদক পেলেন ১৭ ব্যক্তি ও নারী ফুটবল দল জুলাই অভ্যুত্থানের চেতনায় জেমসের উন্মুক্ত কনসার্ট, থাকছেন অন্যরাও দুবাইয়ে বাংলাদেশের দলের সঙ্গে তামিম ইকবাল ইউরোপের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকা উচিত নয় : ফ্রান্স

অপরাধীদের  বিচারের দাবিতে উত্তরায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬ বার পঠিত

হাফসা (উত্তরা) পাঠ্যপুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা কর্তৃক আল্লাহর শানে কটুক্তি, সোহেল হাসান গালিবের রাসুল (সঃ)কে অবমাননা ও ফ্যাসিস্ট রেজিমের র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন কর্তৃক বন্দী ধর্ষণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

উত্তরা মুসলিম কমিটির আয়োজনে শতাধিক সাধারণ ছাত্র-জনতা সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়াও এলাকার ধর্মপ্রাণ মুসুল্লী ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছাত্র-জনতার পক্ষে মেহেদী হাসান বলেন, যারা আমাদের সৃষ্টি কর্তা মহান আল্লাহ রাব্বুল আলামীন ও আমাদের প্রিয় রাসুলে পাক (সঃ)শানে কটুক্তি করেছেন তাদের প্রতি ঘৃণা জানাচ্ছি। তিনি আরো বলেন, পাঠ্য পুস্তক সংস্কার কমিশনের সদস্য রাখাল রাহা ও সোহেল হাসান গালিবসহ আলেপ উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত বক্তৃতারা বলেন, সোহেল হাসান গালিব কোন সাহসে আমাদের রাসুল সম্পর্কে কটুক্তি করেন। তার এতো বড় স্পর্ধা হয় কি করে। তারা ফ্যাসিস হাসিনার দালাল রাখাল রাহা ও সোহেল হাসান গালিবের ফাঁসি দাবি করেন।

এসময় উপস্থিত মুসুল্লিরা বলেন,পতিত সরকারের আমলে কারাবন্দী নারীদের উপর যে ভাবে র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন শারিরীক নির্যাতনের পাশাপাশি ধর্ষণ করেছে তাকে পাথর নিক্ষেপ করে মারা উচিত।
তারা আলেপ উদ্দিন বিচার দাবি করে বলেন তার মতো নিকৃষ্ট লোক বেঁচে থাকার অধিকার রাখে না।
বন্দী নারীদের উপর
তার এহেন কর্মকান্ডে মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ সময় সাধারণ ছাত্র-জনতা রংবেরঙের হাতের লেখা ফেস্টুন, প্লেকার্ড ও ভেনার নিয়ে বিক্ষোভে অংশ গ্রহন করেন।
তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান তোলেন।
স্লোগাানে তারা বলেন আলেপ এর বিচার কই, বিচার চাই বিচার চাই। রাখাল রাহা বিচার কই, বিচার চাই বিচার চাই। গালিবের বিচার চাই, করতে হবে করতে হবে। বিশ্বনবী দুস্মন রাখাল রাহা হুশিয়ার সাবধান, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী বিশ্ব নবী। নাস্তিকের ঠিকানা বাংলায় হবে না, বিশ্বের মুসলিম-এক হও এক হও।

আজ বৃহস্পতিবার আসরের নামাজ শেষে উত্তরা ৭ নং সেক্টর পার্ক মসজিদের সামনে, বিক্ষোভ মিছিলটি শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।সুত্র ইনকিলাব

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com