বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

ভারতের ৪ কম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল শিল্পে তাদের ভূমিকার অভিযোগ তুলে মার্কিন যুক্তরাষ্ট্র চারটি ভারতীয় কম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ কর্তৃক এই ঘোষণা দেওয়া হয়। এই পদক্ষেপটি তেহরানের তেল বাণিজ্যের বিরুদ্ধে ওয়াশিংটনের অব্যাহত চাপ দেওয়ার প্রচারণার অংশ। গতকাল মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রেজারি বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় (ওএফএসি) থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, বিএসএম মেরিন এলএলপি, কসমস লাইনস ইনক এবং ফ্লাক্স মেরিটাইম এলএলপি-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই কোম্পানিগুলোর বিরুদ্ধে ইরানের পেট্রোলিয়াম পণ্য পরিবহনে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৪ ফেব্রুয়ারি একটি জাতীয় নিরাপত্তা স্মারক জারি করে ইরানের ওপর চাপ বাড়ানোর নির্দেশ দেওয়ার পর এটি ইরানের তেল রপ্তানির ওপর দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার অংশ হিসেবে, সংযুক্ত আরব আমিরাত, চীন এবং হংকংসহ একাধিক দেশের ৩০ জনেরও বেশি ব্যক্তি এবং জাহাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, ‘ইরান তার তেল বিক্রি এবং অর্থায়নের জন্য জাহাজ, শিপার এবং ব্রোকারদের একটি ছায়া নেটওয়ার্কের ওপর নির্ভর করছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারত, ইরান, মালয়েশিয়া, সেশেলস এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আটটি প্রতিষ্ঠানকে ইরানের তেল বাণিজ্যে জড়িত থাকার জন্য চিহ্নিত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com