গোপালগঞ্জের কাশিয়ানীর জয়নগর বাজারে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাঝিগাতি গ্রামের বুলবুল মোল্লাকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকালে জয়নগর বাজারে এ ঘটনা ঘটে।
জানাগেছে, কাশিয়ানীর জয়নগর বাজারে নিজ বাড়ির ছাদে ৯ বছরের এক শিশুকে শ্লীলতাহানি করে মাঝিগাতি গ্রামের বুলবুল মোল্লা ওরফে ভুল মোল্লা। বিষয়টি শিশু লোক লজ্জায় কাউকে জানায়নি। বৃহস্পতিবার পুনরায় ওই শিশুকে ধর্ষণ চেষ্টা চালালে শিশুর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে লম্পট বুলবুল মোল্লাকে গণপিটুনি দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে বুলবুল মোল্লার সঙ্গে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেননি। তবে, এলাকাবাসী জানিয়েছেন, বুলবুল মোল্লা প্রায়ই বিভিন্ন এলাকা থেকে মেয়েদের এনে তার বাড়িতে অসামাজিক কার্যক্রম পরিচালনা করেন।