আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে তালেবান সরকারের নিষেধাজ্ঞার কবলে পড়ে বন্ধ হয়ে যাওয়া টেলিভিশন চ্যানেল ‘আরেজো টিভি’ পুনরায় সম্প্রচার শুরু করেছে।
কাবুলে অবস্থিত টিভি স্টেশনটির দরজায় লাগানো সিলগুলো তালেবান কর্তৃপক্ষের উপস্থিতিতে খুলে দেওয়া হয়।
গত ডিসেম্বর মাসে ‘ইসলামী মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ এবং ‘বিদেশি প্রচারণা চালানোর’ অভিযোগে চ্যানেলটি বন্ধ করে দিয়েছিল।
শনিবার (১ মার্চ) চ্যানেলটির প্রধান বাসির আবিদ জানান, কাবুলে নৈতিকতা প্রচার ও অপবিত্রতা প্রতিরোধ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে ‘আরেজো টিভির’ সিল খুলে দেওয়া হয় এবং সম্প্রচার পুনরায় শুরু হয়।
২০২৩ সালের ৪ ডিসেম্বর তালেবান কর্তৃপক্ষ টিভি স্টেশনটি বন্ধ করে এবং চ্যানেলের সাতজন কর্মীকে গ্রেফতার করে, যদিও পরে তাদের মুক্তি দেওয়া হয়। তবে এতদিন চ্যানেলটির সম্প্রচার বন্ধ ছিল।
আফগানিস্তান সাংবাদিক কেন্দ্র এই পুনরায় চালু হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে, তবে এক বিবৃতিতে বলেছে, ‘এই বন্ধের ঘটনা ছিল গণমাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন, যা আদৌ ঘটার কথা ছিল না।