বুধবার, ০৫ মার্চ ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টিভেন স্মিথ

  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে হেরে যাওয়ার পর ক্যারিয়ার নিয়েও বড় সিদ্ধান্ত নিলেন স্টিভেন স্মিথ। ওয়ানডে ক্রিকেটে পথচলা থামিয়ে দিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপজয়ী তারকাকে আর দেখা যাবে না এই সংস্করণে।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মঙ্গলবার ভারতের কাছে হেরে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের বিদায়ের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নেতৃত্ব দেয়া স্মিথ।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ম্যাচ শেষে তিনি সতীর্থদের তার অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার হয়ে ১৭০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন স্মিথ, যেখানে ১২টি সেঞ্চুরি সহ তার মোট রান ৫,৮০০। গত মঙ্গলবার দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ৯৬ বল মোকাবিলা করে ৭৩ রান করে স্মিথের ওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। ১২টি সেঞ্চুরির পাশাপাশি, ৩৫টি অর্ধশতকও করেছেন তিনি।

ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিচিত স্মিথ, বর্তমানে ‘ফ্যাব ফোর’ হিসেবে পরিচিত ব্যাটসম্যানদের মধ্যে একজন। যদিও ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন, তবে এখনও টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট খেলতে ইচ্ছুক কি না, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি তিনি। তাই ধরে নেওয়া হচ্ছে, টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে তার ক্যারিয়ার অব্যাহত থাকবে।

ওয়ানডে থেকে অবসর নেয়ার মূল কারণ হিসেবে স্মিথ জানিয়েছেন, “এখন ২০২৭ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার সঠিক সময়, তাই মনে করছি এটাই সরে যাওয়ার উপযুক্ত মুহূর্ত।”

অস্ট্রেলিয়ার হয়ে স্মিথ দুটি ওয়ানডে বিশ্বকাপ, একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ, একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সহ বেশ কিছু ট্রফি জিতেছেন। এছাড়া ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও লাভ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com