বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিলেন ট্রাম্প

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও গাজাবাসীকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের কাছে থাকা অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি চেয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

তিনি সংগঠনটিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “গাজায় আটক বন্দীদের দ্রুত মুক্তি দিতে হবে। অন্যথায় পরিণতি হবে ভয়ঙ্কর।”

বুধবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, “কাজ শেষ করতে আমি ইসরায়েলকে যা দরকার সব কিছু পাঠাচ্ছি। হামাসের কোনও সদস্য নিরাপদ থাকবে না, যদি তোমরা আমার কথা না শোনো।”

এর আগে হোয়াইট হাউস স্বীকার করেছে যে, তারা সরাসরি হামাসের সঙ্গে আলোচনা চালাচ্ছে। যদিও এতদিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তালিকাভুক্ত গোষ্ঠীগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ থেকে বিরত থেকেছে।

ট্রাম্প আরও বলেন, “বন্দীদের এখনই মুক্তি দাও, দেরি করো না। নইলে তোমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে।”

তিনি গাজার সাধারণ মানুষের উদ্দেশেও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু যদি তোমরা বন্দীদের আটকে রাখো, তাহলে তোমরা ধ্বংস হবে।

এদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে আলোচনা করছে, যা ইসরায়েলের সঙ্গে পরামর্শ করেই করা হয়েছে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com