আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির থেকে হজগামী সব ফ্লাইট আগামী ১৪ মে পর্যন্ত বাতিল করা হয়েছে। জম্মু-কাশ্মিরের হজ কমিটি শনিবার (১০ মে) জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের ধৈর্য ধরার এবং পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার অনুরোধ জানানো হচ্ছে। কোনো বিকল্প ব্যবস্থা বা নতুন সময়সূচি থাকলে তা হজযাত্রীদের জানিয়ে দেওয়া হবে।