হাফসা উত্তরা): রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সকাল ১০টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের আয়োজনে “ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধ” শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি হেড কোয়ার্টার্স-এর যুগ্ম-পুলিশ কমিশনার মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড কোয়ার্টার্স-এর অতিরিক্ত পুলিশ উপ-কমিশনার (এডিসি) ফারজানা ইয়াসমিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান পিপিএম এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ইভানা তালুকদার।
পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন বলেন,
ইভটিজিং, কিশোর গ্যাং এবং নারীর প্রতি সহিংসতা বর্তমান সমাজের জন্য ভয়াবহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কিশোর বয়সী শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও আইনগত সচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভয় পেলে চলবে না। না;বলা শিখতে হবে, কখনো কখনো শিক্ষকদেরকে ও না বলতে হবে। শারীরিক বা মানসিক কোনো সমস্যা হলে আমাদেরকে বলতে হবে, শিক্ষকদের বলতে হবে, অথবা পরিবারকে জানাতে হবে। ভয় পেয়ে মানসিকভাবে ভেঙে পড়া যাবে না। রাস্তায় যদি কোন কিছু দেখে ভয় পাও বা কেউ তোমাদেরকে ভয় দেখায় তখন সেটা নিয়ে চুপ করে থাকলে হবে না প্রতিবাদ করতে হবে। প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তোমাদের মাঝে আমি লিফলেট এবং নাম্বার দিয়ে যাব তোমরা অবশ্যই সবাই তোমাদের ফোনে নাম্বারটি সেভ করে রাখবে, প্রয়োজন হলে আমাদের কে জানাবে, প্রতিবাদ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এক প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বব্যাপী প্রতি তিনজন নারীর মধ্যে একজন তাঁর জীবদ্দশায় সহিংসতার শিকার হন। বাংলাদেশেও নারীরা পারিবারিক, সামাজিক ও ডিজিটাল পরিসরে শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের শিকার হচ্ছেন।
এ সময় উত্তরা হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত-প্রিন্সিপাল ইভানা তালুকদার নারীর প্রতি সহিংসতার বিভিন্ন রূপ তুলে ধরেন। যৌন হয়রানি, ধর্ষণ, নারী পাচার, এসিড নিক্ষেপ, শিক্ষা থেকে বঞ্চনা, স্বামীর নির্যাতন, অনলাইনে ব্ল্যাকমেইল ও হুমকি প্রদান ইত্যাদি বিষয়ে তিনি আলোচনায় তুলে আনেন।
তিনি আরো বলেন, আমি তোমাদের পাশে আছি যে কোন ধরনের সমস্যা হলে আমাকে জানাবে।
এসময় সচেতনতা মূলক লিফলেট বিতরণের মাধ্যমে
সভায় শিক্ষার্থীদের বিভিন্ন আইনের বিষয়ে অবহিত করা হয়।