বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

সরকার দুই নীতিমালা বাস্তবায়নে জাতীয় সমন্বয় পরিষদ গঠন

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা এবং হস্ত ও কারুশিল্প নীতিমালা বাস্তবায়নে জাতীয় সমন্বয় পরিষদ গঠন করেছে সরকার। সম্প্রতি এ জাতীয় সমন্বয় পরিষদ গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

দু’টি সমন্বয় পরিষদেরই সভাপতি শিল্পমন্ত্রী। মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা জাতীয় সমন্বয় পরিষদের মোট সদস্য ২৫ জন। এছাড়া হস্ত ও কারুশিল্প শিল্প নীতিমালা জাতীয় সমন্বয় পরিষদের সদস্য ৩০ জন।
পরিষদ ‘মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতিমালা, ২০১৭’ যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি-না তা পরিবীক্ষণ করবে এবং বাস্তবায়নে কোনো সমস্যা হলে তা সমাধান কিংবা সমাধানের সুপারিশ করবে। উৎপাদন প্রক্রিয়া ত্বরান্বিত করতে নীতি বা সুপারিশমালা প্রণয়ন করবে। পরিষদ প্রতি ৬ মাসে একবার সভায় মিলিত হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

অপরদিকে পরিষদ হস্ত ও কারুশিল্প শিল্প নীতিমালা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি-না তা পরিবীক্ষণ করবে এবং বাস্তবায়নে কোনো সমস্যা হলে তা সমাধান কিংবা সমাধানের সুপারিশ করবে। পরিষদ প্রতি ৬ মাসে একবার সভায় মিলিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com