বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

গ্রিসকে উড়িয়ে দিয়ে ইউরোর মূল পর্বে ইতালি

  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ২৪৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়ার্ধের দুই গোলে বাছাই পর্বে গ্রিসকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২০ আসরের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে ইতালি।

রোমার স্ট্যাডিও অলিম্পিকোয় শনিবার রাতে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় ইতালি। পেনাল্টি থেকে জর্জিনিয়ো দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন ফেডেরিকো বের্নারদেস্কি।এখন পর্যন্ত গ্রুপের সাত ম্যাচের সবকটিতে জয়সহ ২১ পয়েন্ট নিয়ে ইউরোর মূল পর্বের টিকিট নিশ্চিত করল ইতালি।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। বারবার গোলের সুযোগ তৈরি করেও জালের দেখা পাচ্ছিল না দলটি। গোল শূন্যতায় শেষ হয় প্রথমার্ধ।

স্পট কিক থেকে ৬৩তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেওয়া গোলটি করেন জর্জিনিয়ো। ডি-বক্সে গ্রিসের মিডফিল্ডার আন্দ্রেস বুচালাকিস হাত দিয়ে বল ঠেকালে পেনাল্টিটি পায় ইতালি।

৭৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বের্নারদেস্কি। লিওনার্দো বনুচ্চির পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে জাল খুঁজে নেন বদলি নামা এই উইঙ্গার। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com