চট্টগ্রাম প্রতিনিধি: আমরা কেউ ভালো থাকতে পারবো না বলে মন্তব্য করেছেন অতিরিক্ত আইজি (টিঅ্যান্ডআইএম) ইকবাল বাহার। তিনি বলেন, ‘সবাই যার যার অবস্থান থেকে কমিউনিটিকে ভালো রাখতে কাজ করলে দেশে কোনও অশান্তি থাকবে না। সন্ত্রাসবাদ,জঙ্গিবাদ থাকবে না। তাই দেশকে ভালো রাখতে আমাদের কাজ করতে হবে।’
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
ইকবাল বাহার বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এ দেশ পেয়েছি। রক্তের দামে কেনা দেশকে ভালোবাসুন। দেশকে ভালোবাসলে সবাই ভালো থাকবেন।’
তিনি আরও বলেন, ‘মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত চট্টগ্রাম চাইলে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ আপনারা জানেন কে মাদক বিক্রি করে, কে মাদক খায়, কারা সন্ত্রাসী। আপনারা যদি পুলিশকে এসব তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে পুলিশ এসব মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসতে পারবে।’
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশ চট্টগ্রাম মহানগরীর সভাপতি আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম মোট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবর রহমানসহ নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএমপি কমিশনার মাহবুবুর রহমান বলেন, ‘আমরা (পুলিশ) যদি ভালো কাজ করি তাহলে আপনারা আমাদের পাশে থাকবেন। খারাপ কাজ করলে আমাদের বর্জন করবেন। আপনারা খারাপ পুলিশ, মন্দ পুলিশ চিহ্নিত করুন। মন্দ পুলিশের পাশে আপনারা থাকবেন না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যদি দুষ্টু লোক, মন্দ লোক থাকে তাদের চিহ্নিত করুন। তেমনি এই সমাজের জনপ্রতিনিধি, রাজনীতিবিদদের মধ্যে যদি মন্দ লোক থাকলে, খারাপ লোক থাকে দয়া করে তাদেরকে বর্জন করুন।’
এর আগে জিইসি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড় হয়ে জিইসি কনভেনশন হলের সামনে গিয়ে শেষ হয়।