জ্যেষ্ঠ প্রতিবেদক: সরকারি অনুমোদন না নিয়ে জাপানে কর্মী পাঠানোর কার্যক্রম পরিচালনা করায় টিএমএসএস-এর একটি ডোমেইন টিএমএসএস আইসিটিকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুরের কাজীপাড়া এলাকায় র্যাব-৩ এর সহায়তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. মাসুমা পারভীনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ জরিমানা করেন। র্যাব-৩ এর মেজর মো. জাহাঙ্গীর আলম ও এএসপি রবিউল ইসলাম এবং তাদের ১৮ সদস্যবিশিষ্ট একটি টিম সহযোগিতা করে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। জানা যায়, জাপানে চাকরির প্রলোভন দেখিয়ে পত্রিকায় ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ ও কর্মীদের প্রশিক্ষণ এবং ভিসা প্রসেসিং বাবদ প্রতিজনের কাছ থেকে ৮ লাখ করে টাকা নেয়ার সময় এ অভিযান পরিচালনা করা হয়।
কাজীপাড়ার ৬৩১/৫ নম্বর বাসায় টিএমএসএসের কার্যালয়ে এ অভিযানে সংস্থাটির পরিচালক নিগার সুলতানা, জোনাল ম্যানেজার মনিরুল ইসলাম ও বাবলু সরোয়ার নামে তিনজনকে এ জরিমানা করা হয়।
এর আগে গত রোববার এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, বিদেশে কর্মী প্রেরণে যেখানেই অনিয়ম পাব সেখানেই ব্যবস্থা নেয়া হবে। জাপান যেতে কোনো টাকা লাগবে না। বেসরকারি রিক্রুটিং এজেন্সি জাপানে লোক পাঠাতে কোনো টাকা নিতে পারবে না। যদি প্রয়োজন হয়, তাহলে আমরা নির্ধারণ করে দেব। তাই জাপান যেতে কেউ যেন কোনো টাকা লেনদেন না করেন।