নিজস্ব প্রতিবেদক:জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের (বিএসইসি) সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরিচালক সুলতান আহমেদ শিকদারকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৪ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। এছাড়া তাকে ৪ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দুদকের দুই ধারায় তাকে এ কারাদণ্ড দেয়া হয়। এক ধারায় ছয় বছর এবং আরেক ধারায় দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, দুদকের সহকারী পরিচালক নিরু শামসুন নাহার বাদী হয়ে ২০০৮ সালের ১৮ নভেম্বর সুলতান আহমেদের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলায় তার বিরুদ্ধে ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২) ধারায় এক কোটি ৫৫ লাখ টাকার সম্পদের মিথ্যা তথ্য প্রদান ও ২৭ (১) ধারায় তিন কোটি ৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
মামলায় ২০০৯ সালের ২২ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০১০ সালের ৬ এপ্রিল অভিযোগ গঠন করেন আদালত।