শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বাগদাদির বোনকে আটকের দাবি তুরস্কের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ২৩৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি হামলায় জঙ্গি সংগঠন আইএস প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছেন বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার তুরস্ক দাবি করেছে, উত্তর সিরিয়া থেকে বাগদাদির বড় বোনকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বামী ও মেয়েকেও গ্রেপ্তার করেছে তুরস্ক।

তুরস্কের পদস্থ কর্মকর্তা এই দাবি করে বলেন, উত্তর সিরিয়ার আঝাঝ শহরে সোমবার তুরস্কের সেনাবাহিনীর হাতে ওই তিন জন ধরা পড়েছে। তবে আসলেই কী বাগদাদির বড় বোন রাসমিয়াই ধরা পড়েছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে গণমাধ্যম।

রাশিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী তুর্কি সীমান্তবর্তী নির্দিষ্ট অঞ্চল থেকে সরে গিয়েছে কুর্দিরা। তারপর থেকে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে তুরস্ক। সেই অঞ্চল থেকেই বাগদাদির বড় বোনকে আটক করা হয়েছে। ওই তুর্কি কর্মকর্তা জানিয়েছেন, ধরা পড়ার সময় বাগদাদির বোন রাসমিয়া আওয়াদের (৬৫) সঙ্গে তার পাঁচ ছেলেমেয়ে ছিল। ধৃত রাসমিয়া, তার স্বামী ও মেয়েকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তুরস্কের একটি সরকারি সূত্র জানিয়েছে, বাগদাদির বোনের কাছ থেকে আইএসের অভ্যন্তরীণ কাজকর্মের খুঁটিনাটি জানা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com