বিনোদন প্রতিবেদক: সবার চিরচেনা নাম গীতিকবি শহিদুল্লাহ ফরায়জী। সম্প্রতি গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের মডেল হয়ে প্রশংসায় ভাসছেন তিনি। অন্যদিকে পাচ্ছেন নতুন সুখবর। বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তি উপলক্ষে আজীবন সম্মাননা পাচ্ছেন তিনি।
আজ ৬ নভেম্বর (বুধবার) বিকাল ৪টায় শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ভেজাল, নকল, প্রতারণামুক্ত ও পরিবেশসম্মত দেশ গঠন আমাদের স্বপ্ন শীর্ষক আলোচনা সভা ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানে গীতিকবি শহিদুল্লাহ ফরায়জীকে ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান করা হবে।
বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠান সমন্বয়ক এস এম শফি। তিনি জানান, অনুষ্ঠানে দেশবরেণ্য বুদ্ধিজীবী, বিজ্ঞানী, ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পেশাজীবীরা উপস্থিত থাকবেন। বিভিন্ন মডেল, অভিনেতা, শিল্পীদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এখানে আজীবন সম্মাননা পাওয়া প্রসঙ্গে শহিদুল্লাহ ফরায়জী বলেন, ‘সম্মাননা কে না পছন্দ করে। আমার জীবনে অসংখ্য পুরস্কার পেয়েছি। তবে আজীবন সম্মাননা এবারই প্রথম। আমার সব থেকে বেশি ভালোলাগা বেঁচে থাকতেই আজীবন সম্মাননা পাচ্ছি।ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটিকে ও এই অনুষ্ঠানের সবাইকে।’
উল্লেখ্য, বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. মোজাম্মেল হক, এমপি। অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারী।