আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিপ্লবী বাহিনীর শাখা প্রভাবশালী কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিবাদে ফুঁসছে ইরাকের রাজধানী বাগদাদ। গতকাল শনিবার সোলাইমানির জন্য শোক দিবস পালন করতে যেয়ে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। এ সময় তারা ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দেয়।
গতকাল শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন সোলাইমানি। ইরানের মধ্যপ্রাচ্য অভিযানগুলো দেখভাল করতেন তিনি। ব্যাপক জনপ্রিয় সোলাইমানি তার কাজের জন্য প্রেসিডেন্ট নয় বরং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে জবাব দিতেন। কুদস বাহিনীর এই প্রধানকে হত্যার ঘটনায় ইরান ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়ার হুমকি দিয়েছে।
বিবিসি জানিয়েছে, সোলাইমানির মৃতদেহ ইরানের কাছে ফিরিয়ে দেওয়া হবে। সেখানে তার নিজের শহর কেরামানে জানাজা অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার সকালেই বাগদাদে বিক্ষোভের জন্য লোকজন জড়ো হতে শুরু করে। এ সময় তাদের কারো হাতে ছিল ইরাকের পতাকা, কারো হাতে সোলাইমানি ও আয়তুল্লাহ খামেনির ছবি ছিল। বিক্ষোভকারীরা ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দেয়।