অনলাইন ডেস্ক: বাংলাদেশ জেরন্টোলজিক্যাল এসোসিয়েশন (বিজিএ)-এর উদ্যোগে রাজধানীতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক প্রফেসর তাহমিনা আখতার।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এলাকা এবং পরবর্তীতে শহীদ মিনার কার্জন হলসহ বিভিন্নস্থানে এসব শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শেষ হয়।
শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএ’র সভাপতি প্রফেসর ড. এএসএম আতীকুর রহমান, সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হাফিজ উদ্দীন ভূইয়া, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. রবিউল ইসলাম, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সুলতান আহমেদ, বিজিএ’র সাংগঠনিক সম্পাদক মু. মনির উদ্দিন মণি, মাহাবুবা আফরিন তাতা, মনির হোসেন, মামুন খানসহ বিজিএ’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি তাহমিনা আখতার বলেন, প্রবীণদের কল্যাণে বিজিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা আশা করি প্রবীণবান্ধব বাংলাদেশ গঠনেও বিজিএ এদেশে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।