বান্দরবান প্রতিনিধি: বান্দরবনে চাঁদাবাজির দুই মামলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ৮ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকালে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠান।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, ‘২০১৬ সালে মংসানু মার্মা ও আবদুল করিম বাদী হয়ে চাঁদাবাজির দুটি মামলা (জিআর ২২৪/১৬ ও ১৯৯/১৬ নম্বর)করেন। আসামিরা এতদিন উচ্চ আদালতে থেকে জামিনে থাকলেও আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক।
আসামিরা হলো- কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক কে এস মং, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সাধারণ সম্পাদক জলিমং মার্মা, কেন্দ্রীয় কমিটির সদস্য সাধু রাম ত্রিপুরা মিল্টন, বান্দরবান জেলার সাধারণ সম্পাদক ক্যবামং, জেলা সহসভাপতি অং থোয়াই চিং মার্মা, জেলা সাংগঠনিক সম্পাদক সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, বান্দরবান সদর উপজেলা ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক মংপ্রু হেডম্যান, ও জেএসএস সদস্য চাহ্লা অং মার্মা।