পাবনা প্রতিনিধি: ঈশ্বরদীতে রবিবার সকাল ১০ টায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিডিও কন্ফারেন্সির মাধ্যমে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছেন। এই উদ্বোনের মধ্য দিয়ে ঈশ্বরদীসহ পাবনা ও নাটোর জেলার বাসীর দীর্ঘ ৪৮ বছরের প্রত্যাশা পুরণ হয়েছে। উদ্বোধন উপলক্ষে পশ্চিমাঞ্চল রেলের পক্ষ থেকে ঢালারচর স্টেশনে অনারম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে রেলের স্ট্যান্ডিং কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি,ফিরোজ কবীর এমপি, ডিসি কবীর মাহমুদ,এসপি রফিকুল ইসলাম পিপিএম সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তারা প্রধান মন্ত্রীর ভূঁয়সী প্রশংসা করেন। এ সময় পশ্চিমাঞ্চল রেলের জিএম মিহির কান্তি গুহ,প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মোঃ মাসুদুর রহমান,প্রধান পরিবহণ কর্মকর্তা শহিদুল ইসলাম,ডিআর এম,আসাদুল হকসহ অন্যান্য প্রধান কর্মকর্তাবৃন্দসহ হাজার হাজার উৎসুক জনতা অংশ নেন। ঢালার চর স্টেশনে এই ট্রেনের প্রথম যাত্রী প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মোঃ মাসুদুর রহমান,প্রধান পরিবহণ কর্মকর্তা শহিদুল ইসলাম,ডিআর এম,আসাদুল হকসহ অন্যান্য প্রধান কর্মকর্তাবৃন্দ নগদ টাকা দিয়ে টিকিট ক্রয় করেন। পশ্চিমাঞ্চল রেলের জিএম মিহির কান্তি গুহ ফুল দিয়ে যাত্রীদের অভ্যর্থণা জানান। বেলা সাড়ে ১১ টায় ট্রেনটি ঢালারচর থেকে পাবনা ও ঈশ্বরদীর মাঝগ্রাম হয়ে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেন পরিচালকের দায়িত্বে ছিলেন আফজাল হোসেন।