আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ২। স্থানীয় সময় আজ বুধবার জনপ্রিয় পর্যটন শহর রোডসের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।
গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, এজেন সাগরের কারপাথোস দ্বীপে ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউনিভার্সিটি অব অ্যাথেন্স জিওডাইনামিক ইন্সটিটিউট জানিয়েছে, কারপাথোস থেকে ৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এটি রোডস এবং ক্রিস দ্বীপের একদম কাছেই।
এদিকে, তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আখিসার এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভয়-আতঙ্কে লোকজনকে বাড়ি-ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা গেছে।