বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বিয়ে করলেন অভিনেত্রী দেবপর্ণা

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
  • ২২৩ বার পঠিত

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়।

এবার বিয়ে করলেন কলকাতার টিভি অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী। দীর্ঘদিনের বন্ধু শুভ্রজ্যোতি পাল চৌধুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি।

বরের সঙ্গে ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই অভিনেত্রী লিখেছেন, নতুনভাবে পথচলা শুরু। সাক্ষী রইল অগ্নি, আমাদের ভালোবাসার। ভালো রাখব আমি তোমায়, আগলে রাখবে তুমি এই ভালোবাসা; জানি। ভালো থাকার প্রতিজ্ঞা, আমাদের গল্প শুরুর পালা। মিসেস দেবপর্ণা শুভ্রজ্যোতি পাল চৌধুরী হিসেবে আপনাদের সামনে হাজির হলাম।

বিয়ের আগে আইবুড়ো ভাত, মেহেদী ও সংগীত অনু্ষ্ঠানও হয়েছে। সামাজিক যোগাযোগামধ্যমে প্রকাশ পেয়েছে এর ছবি ও ভিডিও। নতুন জীবনের শুভকামনা জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা। এর আগে গত ডিসেম্বর বাগদান সারেন দেবপর্ণা-শুভ্রজ্যোতি।

জি-বাংলার ‘নেতাজি’ টিভি ধারাবাহিকের মাধ্যমে বেশ পরিচিত মুখ দেবপর্ণা। এই ধারাবাহিকের অনুপমা থুড়ি চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া ‘ত্রিনয়নী’ সিরিয়ালে সুধা চরিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com