বিনোদন ডেস্ক : ভারত সফরে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরোধী ও সিএএ পন্থীদের মধ্যে সংঘর্ষ মারাত্মক রূপ নিয়েছে। এই সংঘর্ষকে সাম্প্রদায়িক দাঙ্গা বলে অভিহিত করা হচ্ছে। কারণ ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতার বেশীরভাগ ঘটনায় মুসলিমদের বাড়িঘর ও দোকানপাটে হামলার খবর পাওয়া গেছে।
দিল্লির উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন ভারতের সভ্য নাগরিকরা। এই সহিংসতার জন্য পরিচালক অনুরাগ কাশ্যপ, জাভেদ আখতার উগ্র হিন্দুত্ববাদকে দায়ী করেছেন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক ও অভিনয়শিল্পীরা।
সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান তার ফেসবুকে লিখেছেন—‘আমার দেশ জ্বলছে। ভুলে যাবেন না প্রথমে আমরা মানুষ। দয়া করে ফেক নিউজ ও ঘৃণা ছড়াবেন না।’
অভিনেতা পরমব্রত চ্যাটার্জি লিখেছেন, ‘না এই ঘটনায় আমি মোটেই হতবাক নই! দীর্ঘদিন ধরে এই কার্যকলাপ চলছিল, এখন সেটা প্রকাশ্যে এসেছে। দেশের এই করুণ পরিস্থিতিতে কেমন যেন নিজেদেরকেই করুণ অবস্থার প্রতিফলন দেখতে পাচ্ছি। অর্ধশতক পর ইতিহাস আমাদেরই কাঠগড়ায় দাঁড় করাবে।’
যা হচ্ছে তা পুরোপুরি পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন অভিনেতা কৌশিক সেন। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় কাণ্ডের পর এবারো দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। কৌশিক সেন ফেসবুকে লিখেছেন, ‘দেশে মার্কিন প্রেসিডেন্ট আসছেন, যেখানে রাজধানীকে শান্তিপূর্ণ দেখানো জরুরি। সেখানে দিল্লি পুলিশের কাছে এরকম একটা বড় খবর ছিল না, তা কী করে সম্ভব!’
পরিচালক রাজ চক্রবর্তী মসজিদের মাথায় গেরুয়া পতাকা ওড়ানো ভিডিও পোস্ট করে লিখেছেন—‘এভাবে লড়াই চলতে থাকলে, একদিন আর মানব সভ্যতা থাকবে না। থাকবে শুধু মন্দির-মসজিদ।’