আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে প্রবল বৃষ্টিপাতে ২০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) পাকিস্তানের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার থেকেই আফগান সীমান্তবর্তী পাকিস্তানের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিপাতে অনেক ঘর-বাড়ি ভেঙ্গে গেছে।
ত্রাণ কর্মকর্তা তইমুর আলি বলেন, পাকিস্তানের খাইবার পাখতুয়ান প্রদেশে বৃষ্টিপাতের কারণে দুর্ঘটনায় ১৪ শিশু ও তিন নারী নিহত হয়েছেন।
এদিকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে মারা গেছেন আরো তিনজন। এছাড়া পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৫১টি বাড়ি-ঘর ভারী বৃষ্টিপাতের কারণে ধসে পড়েছে। এছাড়া সেখানে তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সূত্র : এনডিটিভি