বিনোদন ডেস্ক : ভারতে লকডাউনের কারণে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলিউড তারকারা। এবার সুবিধাবঞ্চিত ১০০০ হাজার পরিবারকে খাওয়ানোর দায়িত্ব নিলেন অভিনেতা সঞ্জয় দত্ত।
এ প্রসঙ্গে সঞ্জয় দত্ত বলেন, ‘পুরো দেশে এখন সংকট চলছে। যে যেভাবে পারছে পরস্পরকে সাহায্য করছে, এমনকি সেটা ঘরে থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে হলেও। আমি যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে সাহায্য করার চেষ্টা করছি।’
করোনাভাইরাসের এই সময়ে ‘সাভারকর শেল্টার’ নামের একটি সংস্থার সঙ্গে মিলে তার সমাজসেবার কাজটি করছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘এই পরিকল্পনা বাস্তবায়নে সাভারকর শেল্টার মূল কাজটি করছে। তারা কঠোর পরিশ্রম করছে এবং এই জন্য তাদের ধন্যবাদ। আমি আশা করছি পরস্পরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে আমরা দ্রুত আমাদের জীবনের এই কঠিন সময় অতিক্রম করতে পারব।’
এর আগে মাইক্রোব্লগিং সাইট টুইটারে সবাইকে ফিটনেসের প্রতি মনোযোগী হওয়ার কথা বলেন সঞ্জয়। এক টুইটে তিনি লেখেন, ‘ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই সময়ে। সুতরাং, স্বাস্থ্যকর খাবার খান, সুস্থ থাকুন এবং ব্যায়াম করুন।