অনলাইন ডেস্ক : আগামী কয়েক সপ্তাহের মধ্যে সারা দেশে লকডাউন বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনার কথা রোববার জানালেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে।
রোমের প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে এক ভিডিও লিঙ্কের মাধ্যমে কন্তে বলেছে, ‘এখন ভাইরাসটির সঙ্গে সহাবস্থানের পর্যায় সবার জন্য শুরু হতে যাচ্ছে। আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে সংক্রমণ আবারো বাড়তে পারে। এখনো ঝুঁকি আছে, আমাদের অবশ্যই এটা পদ্ধতিগতভাবে ও কঠোরতার সঙ্গে মোকাবিলা করতে হবে।’
লকডাউন বিধিনিষেধ ৪ মের আগে শিথিল হচ্ছে না তা নিশ্চিত করলেন কন্তে। কিছু ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল হতে পারে, পার্ক ও উদ্যানগুলোতে প্রবেশাধিকার বাড়বে এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় সর্বোচ্চ ১৫ জন থাকতে পারবে।
উত্পাদন ও নির্মাণ খাতগুলো পুরোপুরি আবার চালু হবে, পানশালা এবং রেস্তোঁরাগুলোকে টেকওয়ে পরিষেবার অনুমতি দেওয়া হবে। বিধিনিষেধ শিথিল হলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বললেন ইতালির সরকার প্রধান, ‘সামাজিক দূরত্বকে যদি আমরা পাত্তা না দেই তবেআবার সংক্রমণ বাড়বে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ফের আমাদের মৃত্যুর হার বাড়বে। আমরা আমাদের অর্থনীতিকে অপরিবর্তনীয় ক্ষতির মুখে ফেলবো। আপনি যদি ইতালিকে ভালোবাসেন, দূরত্ব বজায় রাখুন।’
কন্তে জানালেন, ১৮ মে থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। যেমন জাদুঘর ও লাইব্রেরি খোলা হবে এবং ক্রীড়া দলগুলো বাইরে প্রশিক্ষণে ফিরতে পারবে। ১ জুনের মধ্যে সরকার ‘সেলুন, বিউটি পার্লার, ম্যাসাজ সেন্টার ও অন্য ব্যক্তিগত সেবা কার্যক্রম আরো ব্যাপকভাবে চালুর পরিকল্পনা করেছে।’
অবশ্য স্কুল এই পর্যায়ে বন্ধ থাকছে। নয়তো এক বা দুই সপ্তাহের মধ্যে ইতালি নতুন মহামারির মুখোমুখি হবে বলে সতর্ক করলেন কন্তে।