সিটি রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে শতভাগ বেতনসহ বিভিন্ন দাবিতে সাইনবোর্ডসহ কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা।
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় আটকা পড়েছে জরুরি সেবা সার্ভিস অ্যাম্বুলেন্সসহ অন্যান্য পরিবহন।
আজ বুধবার সকাল থেকে সাইনবোর্ড, কুনিয়াসহ কয়েকটি স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
তাদের দাবি, পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা না থাকায় গাজীপুরে দিনদিনই বাড়ছে পোশাক শ্রমিকদের করোনা আক্রান্তের সংখ্যা। এতে তারা ঝুঁকি নিয়ে কাজ করছেন। পাশাপাশি শ্রমিকদের কাজের পূর্ণ বেতন দেয়ার দাবি জানান তারা।
এসময় পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সড়াতে কয়েক দফা চেস্টা করেও পারেনি। গাজীপুরে এ পর্যন্ত ছয় জন পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছে।