আন্তর্জাতিক ডেস্ক :বুধবার পাকিস্তানে করোনাভাইরাস ধরা পড়েছে ১ হাজার ৫২৩ জনের শরীরে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের ঘটনা।
পাকিস্তানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ হাজার ৭৩ জনে, প্রাণহানি হয়েছে ৫৬৪ জনের।
যখন রেকর্ড সংখ্যক মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হচ্ছে, তখন পাকিস্তান সরকার লকডাউন শিথিল করার কথা ভাবছে। ৯ মে থেকে করোনার বিধিনিষেধ তোলার সিদ্ধান্ত আসতে পারে।
অবশ্য পাকিস্তান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (পিএমএ) প্রতিনিধিরা সরকারকে লকডাউনের সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের মতে, মহামারি নিয়ন্ত্রণে আর অন্য কোনো পথ খোলা নেই।
সংগঠনটির প্রেসিডেন্ট ডা. আশরাফ নিজামী বলেছেন, পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। পাকিস্তানে ৫২০ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। হাসপাতালে করোনা রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে।