তথ্যপ্রযুক্তি ডেস্ক, নতুন পিক্সেল ফোন আনছে গুগল। মডেল গুগল পিক্সেল ফোর এ। সম্প্রতি এই ফোনটি কনফিগারেশন এবং দাম ফাঁস হয়েছে। বাজারে আসলে ফোনটির দাম হবে ১২৯ ডলার। এতে থাকবে ৬৪ জিবি স্টোরেজ। ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম হবে ৩৪৯ ডলার।
সম্প্রতি জিএসএম এরিনা ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানা গেছে ৬৪ জিবি স্টোরেজে পিক্সেল ফোর এ ফোনের দাম ২৯৯ ডলার। যদিও এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি গুগল।
নাইন টু গুগল ওয়েবসাইট থেকে জানা গেছে গুগল পিক্সেল ফোর এ ফোনে থাকবে ৩০৮০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সঙ্গে থাকবে ৬ জিবি র্যাম। ৬৪ ও ১২৮ জিবি স্টোরেজ ভার্সনে ফোনটি পাওয়া যাবে। থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং।
এই ফোনে ১২.২2 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। গুগল পিক্সেল ফোর মডেলেও একই ক্যামেরা ব্যবহার হয়েছিল। সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। থাকছে একটি ৩.৫ মি.মি. অডিও জ্যাক।
ডিভাইসটির পিছনে একটি বর্গাকার ক্যামেরা মডিউল থাকছে। ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ। কালো রঙের ফোনে থাকছে সাদা পাওয়ার বাটন।