স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী: অগ্রণী দুয়ার ব্যাংক আরপি বাজার শাখা ও রাজাপুর বাজারস্থ ফোর-জি কম্পিউটার ব্যবসায়ীদের পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল রাতে রেলওয়ে গেইটস্থ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশন ও ঈশ্বরদী উপজেলা প্রেক্লাবের সভাপতি টিএ পান্না।
প্রেক্লাবের সহসভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন,সহসভাপতি বিপুল জোয়ার্দার,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান,যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পী রায়হান,সহসাধারণ সম্পাদক পায়েল হোসেন,সাদেক খান,মজিবর রহমান,এ্যাড.আব্দুল্লাহ আল শোভন ও ফোর-জি কম্পিউটার ব্যবসায়ী আসলামউদ্দিনসহ অন্যরা। এ সময় ঈশ্বরদী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সুমন রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।