আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইবোলা বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করা রন ক্লাইন এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার তিনি বলেছেন, ‘বিশ্বে সবচেয়ে ভয়াবহ হার আমেরিকাতে। অন্য যে কোনো দেশের তুলনায় আমেরিকান হিসেবে আপনার কোভিডে মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি।’
তিনি বলেন, ‘শেষ সীমা হচ্ছে আমাদের দেশের মানুষের কোভিডে আক্রান্ত হচ্ছেন রেকর্ড হারে, মারা যাচ্ছেন রেকর্ড হারে। দ্বিতীয় যুদ্ধের সময় যে সংখ্যক আমেরিকানকে আমরা হারিয়েছি এখন সেই সংখ্যক আমেরিকানকে আমরা হারাচ্ছি।’
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৯ লাখ ছাড়িয়েছে। মারা গেছে এক লাখ ৬০ হাজারের বেশি আক্রান্ত। গত জুনে দেশটিতে লকডাউন প্রত্যাহারের পর দেশটিতে সংক্রমণের হার নতুন করে বাড়তে শুরু করেছে।