আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের টিকা নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে। মঙ্গলবার পুতিন নিজেই এ তথ্য জানিয়েছেন।
পূর্বঘোষিত তারিখের এক দিন আগেই আজ মঙ্গলবার বিশ্বে প্রথম করোনাভাইরাসের টিকার রেজিস্ট্রেশন করেছে রাশিয়া। গামালিয়া রিসার্চ ইনিস্টিটিউট ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এই টিকার উন্নয়ন করেছে। গত সপ্তাহে দেশটির স্বাস্থ্য প্রতিমন্ত্রী ওলেগ গ্রিদনেভ জানিয়েছিলেন, রাশিয়ার টিকা রেজিস্ট্রেশন পাওয়ার জন্য তৈরি। ১২ অগাস্ট সরকারিভাবে এর রেজিস্ট্রেশন দেওয়া হবে।
আজ মঙ্গলবার রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেলে পুতিন জানান, তার এক মেয়ে টিকা নিয়েছে। টিকা নেওয়ার পর তার দেহের তাপমাত্রা কিছুটা বেড়েছিল। তবে এখন তার অবস্থা ভালো।
নিজের মেয়ের টিকা নেওয়া সম্পর্কে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি এভাবে সে গবেষণায় অংশ নিয়েছে। ইনজেকশন নেওয়ার পর তার দেহের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছিল, পরের দিন ৩৭ ডিগ্রির মতো ছিল এবং ওই পর্যন্তই। দ্বিতীয় ইনজেকশন নেওয়ার পরও তার দেহের তাপমাত্রা কিছুটা বেড়েছিল এবং ওই পর্যন্তই। পরে তা নেমে যায়। এখন সে ভালো অনুভব করছে।’
নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব তথ্যই প্রকাশ করেন পুতিন। সংবাদমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট দুই কন্যা সন্তানের জনক। বড় মেয়ে মারিয়া এবং দ্বিতীয়জন ক্যাটরিনা। এই দুজনের মধ্যে কে টিকা নিয়েছেন তা জানাননি পুতিন।