আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ করেই নিউইয়র্কের এক হাসপাতালে দেখা গেলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তার ছোট ভাই রবার্ট ট্রাম্প অসুস্থ, তাকে দেখতে হাসপাতালে গেছেন তিনি।
শুক্রবার (১৪ আগস্ট) বিকালে নিউইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ঢোকার পথে মাস্ক পরে ছিলেন ট্রাম্প। ভাইয়ের সঙ্গে ৪৫ মিনিট সময় কাটান।
মার্কিন সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানায়, ৭২ বছর বয়সী রবার্ট গুরুতর অসুস্থ। তবে কেন তাকে ভর্তি করা হয়েছে তা স্পষ্ট নয়। মার্কিন প্রেসিডেন্টের প্রোপার্টি এম্পায়ারের রিয়েল-এস্টেটে বিনিয়োগের দেখভাল করেন তিনি।
হাসপাতালে ঢোকার পথে প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি আশা করি সে ভালো আছে। তার কঠিন সময় যাচ্ছে।’ ৭৪ বছর বয়সী ট্রাম্প হাসপাতাল থেকে নিউ জার্সির বেডমিনস্টারের কাছে একটি গলফ ক্লাবে যান। ভাই সম্পর্কে তিনি বলেছেন, ‘আমার চমৎকার একজন ভাই। অনেক দিনের দারুণ সম্পর্ক আমাদের। এখন সে হাসপাতালে। আশা করি সে ঠিক হয়ে যাবে।’
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন রবার্ট।