ক্রীড়া ডেস্ক: বার্সেলোনার ফরাসি ফুটবলার স্যামুয়েল উমতিতি করোনায় আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার পিসিআর টেস্টে এই ডিফেন্ডারের করোনা ধরা পড়ে। বার্সেলোনা তাদের ওয়েবসাইটে উমতিতির করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
যদিও তার মধ্যে এখনো কোনো করোনার লক্ষণ দেখা দেয়নি। তিনি সুস্থ আছেন। করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তিনি বাসায় আইসোলেশনে আছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসা থেকেই ওষুধ সেবন করছেন।
গেল কয়েকদিনে যেসকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তাসহ অন্যান্য যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলকে করোনা টেস্ট করতে বলা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। পাশাপাশি তাদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
বর্তমানে ইনজুরিতে আছেন উমতিতি। পাশাপাশি করোনা টেস্ট করানোর কারণে মেসি-সুয়ারেজদের সঙ্গে পর্তগাল যাননি উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে।