রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

নদীর চরিত্র বুঝে স্থাপনা নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ১৭৭ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: ‘নদীর পাড়ে স্থাপনা তৈরির আগে নদীর চরিত্র বুঝতে হবে বলে জানিয়েছেেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এর পরে আশপাশে ঘরবাড়ি বা স্থাপনা নির্মাণ করতে হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উল্লিখিত নির্দেশ দেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশের কথা সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, নদীর পাড়ে এমন স্থাপনা নির্মাণ করতে হবে যেন তা দ্রুত সরিয়ে নেওয়া যায়। মাদারীপুরের শিবচরে চরাঞ্চলের বাতিঘর হিসেবে পরিচিত নুরুদ্দিন মাদবর এসএডিপি উচ্চ বিদ্যালয় গভীর রাতে নদীগর্ভে চলে যায়। এই স্কুলটি ছিল ওই চরাঞ্চলে উচ্চ মাধ্যমিক পর্যায়ের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান। বিশাল ভবনটি নদীগর্ভে বিলীন হওয়ায় প্রধানমন্ত্রী ব্যথিত। তাই নদীর মোহনায় এমন ভবন নির্মাণ করতে হবে, যেন তা দ্রুত সরিয়ে নেওয়া যায়।

তিনি বলেন, ‘মুন্সীগঞ্জে কিছু টিনের বাড়ি আছে, দেখতে চমৎকার। বাড়িগুলো বন্যার সময় সরিয়ে নেওয়া যায়। নদীর চরিত্র বুঝে মডেল ডেভেলপ করতে বলেছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, ‘৮৪৮ কোটি টাকার বারৈয়ারহাট-হোঁয়াকো রামগড় সড়ক প্রশস্তকরণ’ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় পৌনে ২ কোটি টাকা ব্যয়ে একটি রেস্ট হাউস নির্মাণ করার কথা ছিল। ওই রেস্ট হাউজ নির্মাণ প্রকল্প বাতিল করেছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের আওতায় রেস্ট হাউজ নির্মাণ না করে সামগ্রিকভাবে প্রকল্প প্রণয়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com