বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

আবুধাবিতে ইমিগ্রেশন জটিলতায় ২৯ বাংলাদেশি

  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ২২৫ বার পঠিত

 

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে বাংলাদেশ বিমানে যাওয়া ৪২ জন যাত্রীর মধ্যে ২৯ জন আটকে পড়েছেন। বাকিরা ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে আমিরাতে প্রবেশ করেছেন।

আমিরাতে ঢুকতে না পারা ২৯ জনকে বুধবার ভোর ৩টা ৪৫ মিনিটে আবুধাবি এয়ারপোর্ট থেকে আবার দেশে ফেরত পাঠানো হতে পারে।

আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আটকে পড়া যাত্রীদের ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনে দূতাবাসের পক্ষ থেকে আমিরাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সমস্যা সমাধানের লক্ষে আলোচনা অব্যাহত রয়েছে।

তবে এ যাত্রীরা ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে আমিরাতে প্রবেশ করতে পারবে কি না সে ব্যাপারে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে প্রাপ্ত তথ্যানুযায়ী, জটিলতায় পড়া ২৯ জন যাত্রীর সবারই ভিসা এবং আইডি কার্ডের মেয়াদ, আইসিএর পূর্ব অনুমোদন, এপিআই এবং করোনা টেস্ট- সব কিছু ঠিক আছে। তবে কেন তাদের আমিরাতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না সে ব্যাপারে এখন পর্যন্ত কেউ সুনির্দিষ্ট কিছু জানাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com