শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ২০৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। মঙ্গলবার শপথগ্রহণের পরই দায়িত্ব নিয়েছেন তিনি। সম্প্রতি অর্থমন্ত্রী পদ বিল মর্নোর পদত্যাগের পরই ক্রিস্টিয়াকে নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ফ্রিল্যান্ড এর আগে কানাডার উপ-প্রধানমন্ত্রী এবং আন্তঃসরকার বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এখন থেকে তিনি অর্থমন্ত্রীর পাশাপাশি উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করবেন।

আর্থিক হিসাবে গড়মিলের কারণে গত সোমবার অর্থমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন বিল মর্নো। উই চ্যারিটি কেলেঙ্কারির জন্য বেশ কিছুদিন ধরেই চাপে ছিলেন তিনি।

অভিযোগ ওঠে, দাতব্য সংস্থা উই চ্যারিটির কাজ দেখতে বিদেশ সফরে যে ব্যয় হয়েছিল তা পরিশোধ করেননি মর্নো। পরে তিনি বুঝতে পারেন যে ভ্রমণের ৪১ হাজার ডলার পরিশোধ করা হয়নি।

গণমাধ্যমে দেয়া ভাষণে মর্নো অবশ্য নিজের দোষ স্বীকার করেননি। তবে তিনি মনে করেন, ট্রুডোর মন্ত্রিসভায় দায়িত্ব পালনের জন্য তিনি আর উপযুক্ত নন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com