ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নিজে করোনা আক্রান্ত হওয়ার পরেও অন্যের নুমনা সংগ্রহ করেছেন বলে রোকেয়া বেগম রানু নামে একজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নমুনা দেওয়ার দুদিন পর্যন্ত এমনকি করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পরও দুঘণ্টা তিনি অন্যের নমুনা সংগ্রহ করেছেন। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে ওই স্বাস্থ্যকর্মীকে সরিয়ে নেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোকেয়া বেগম আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্ধারিত কক্ষে নিয়মিত নমুনা সংগ্রহ করেন। মঙ্গলবার তিনি নিজের নমুনা দেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে আসা ফলাফলে তার করোনা পজিটিভ আসে। এর মধ্যে গত দুদিন তিনি নমুনা সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার ফলাফল জানার পরও তিনি নমুনা সংগ্রহের কাজে ছিলেন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ওই স্বাস্থ্যকর্মীকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য পরিদর্শক (হেলথ ইন্সপেক্টর) মো. মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার নমুনার ফলাফল আসার পর পরই ওই স্বাস্থ্যকর্মীকে সরিয়ে নেওয়া হয়। তবে গত দুদিন তিনি নমুনা সংগ্রহের কাজে থাকলেও কারও সংস্পর্শে আসেননি। শুধু খাতায় এন্ট্রি করেছেন।’