ক্রীড়া প্রতিবেদক,সিটিজেন নিউজ: আইসিসি বিশ্বকাপের ১২তম আসর শুরু হবে আগামীকাল (বৃহস্পতিবার)। গতকাল (মঙ্গলবার) বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের সাথে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দল হারলেও মোস্তাফিজ ছিলেন আগুনে ফর্মে। বিশ্বকাপ মঞ্চে নতুন উদ্যমে ফিরেছেন ‘কাটার মাস্টার’। ইঙ্গিত দিয়ে রেখেছেন যে, মূল পর্বে ভালো কিছু করতে প্রস্তুত তিনি।
মঙ্গলবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মোস্তাফিজের বোলিং ছিল নজরকাড়া। ৮ ওভার বল করে ৪৩ রানের বিনিময়ে নেন একটি উইকেট। আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ওভালে বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। ম্যাচটিতে ওপেন বোলার হিসেবে দেখা যেতে পারে এই বাঁ-হাতি পেসারকে।
শুরুর স্পেলে বল করে ১৯ রান দেন এবং ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরান। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মোস্তাফিজ খুব বেশি ভালো করতে পারেননি। প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮০ রান দিয়ে শুরু হয় ফিজের ত্রিদেশীয় সিরিজ।
ভারতের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে নতুন বলের সুবিধা নিয়ে মোস্তাফিজ সহজেই বলের গতি ১৩৫ কিমি পর্যন্ত উঠাতে সক্ষম হোন। যে কারণে ফিজের স্লোয়ারগুলোও আগের তুলনায় অধিক কার্যকরী হয়।
পরিণত মোস্তাফিজের মস্তিষ্কও ভালো কাজ করছিল। ভারতীয় ব্যাটসম্যানদের প্রতি বলেই ধরাশায়ী করছিলেন। ম্যাচের নবম ওভারে দারুণ বাউন্সারে ভয় পাইয়ে দেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। বিশ্বকাপে মূল পর্বের ম্যাচগুলোতে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তাকিয়ে থাকবেন ‘কাটার মাস্টারের’ দিকে।