আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজ বাইডেনকে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণার পর মঙ্গলবার এই শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।
৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হয়। তবে এটি আনুষ্ঠানিক বা দাপ্তরিক ঘোষণা ছিল না। ওই সময় বিজয়ী বাইডেনকে শুভেচ্ছা জানাননি পুতিন। ক্রেমলিন জানিয়েছিল, ইলেকটোরাল কলেজের ফল ঘোষণার পরই তারা এ ব্যাপারে কথা বলবে।
পুতিন তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আমার পক্ষ থেকে আমি আপনার সঙ্গে সম্পর্ক গড়তে এবং যোগাযোগ করতে প্রস্তুত।’
ক্রেমলিন বলেছে, ‘পুতিন নবনির্বাচিত প্রেসিডেন্টকে সব ধরনের সফলতার প্রত্যাশা করেছেন এবং মতপার্থক্য থাকার পরও বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার যে বিশেষ দায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রয়েছে, বিশ্ব যে বহু সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করছে সেগুলোর ব্যাপারে সত্যিকারার্থে সহযোগিতার জন্য পুতিন তার আস্থা প্রকাশ করেছেন।’