চট্টগ্রাম প্রতিনিধি : একদিনে চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে এ জেলায় ৯৮৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৫৮৭ জন চট্টগ্রাম নগরের, বাকি ৩৯৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ১১ জনের মধ্যে সাতজনই বিভিন্ন উপজেলার বাসিন্দা। উপজেলার বাসিন্দাদের মধ্যে সচেতনতা কম। এ কারণে উপজেলা পর্যায়ে মৃত্যুর হারও এখন বেশি।’
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৯৮৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৮৩ হাজার ৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬২ হাজার ৭৮০ জন চট্টগ্রাম নগরের। বাকি ২১ হাজার ৫৯১ জন বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে দুই হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষায় ৯৮৫ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৩৮টি এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪১৩টি নমুনা পরীক্ষা করা হয়।
নমুনা পরীক্ষায় বিআইটিআইডি ল্যাবে ১৪৯ এবং চট্টগ্রাম মেডিক্যালে ১৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া এ দিন এক হাজার ৪৮টি অ্যান্টিজেন পরীক্ষায় ২৮১ জনের করোনা শনাক্ত হয়। আরটিআরএল ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা ধরা পড়ে।
অন্যদিকে, বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৩২৪টি নমুনা পরীক্ষায় ১৫২, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৩৪টি নমুনা পরীক্ষায় ৬৩, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬৮টি নমুনা পরীক্ষায় ৩৮ এবং ইপিক হেলথ কেয়ারে ১৭১টি নমুনা পরীক্ষায় ১০৩ শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালেও চট্টগ্রামের ১৩টি নমুনা পরীক্ষায় দুইজন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।