সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

প্রকৌশল জগতের এক বিস্ময় পদ্মা সেতু: শেখ হাসিনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৫৫ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নিয়ে দেশ–বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। তারা ভেবেছিল, পদ্মা সেতু ইস্যুতে আমরা আত্মসমর্পণ করবো; কিন্তু না। আমি মুজিবের মেয়ে, অন্যায়ের কাছে মাথা নত করি না। দেশের মানুষের মাথা হেঁট করে কোনো কাজ করবে না শেখ হাসিনা।

বুধবার (৮ জুন) জাতীয় সংসদে পদ্মা সেতু নিয়ে আনা একটি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাতিকে পদ্মা সেতু উপহার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে এ প্রস্তাব আনা হয়। প্রস্তাবটি সংসদে আনেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, এমডি পদের মধুর লোভে মিথ্যা অপবাদে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করতে চাওয়া ড. ইউনূসদের দেশপ্রেম বলে কিছু নেই, ছিলও না কোনো দিন। কিন্তু শেখ হাসিনা দেশের মানুষের মাথা হেঁট করে কোনো কাজ করবে না। কোনোদিন করেও নি।

তিনি বলেন, পদ্মা সেতু সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক এবং অপমানের প্রতিশোধ। এই সেতু শুধু সেতু নয়, এটি প্রকৌশল জগতে এক বিস্ময়।

প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি পদ্মা সেতু আমাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করেছে। টেকনোলজি সম্পর্কে আমাদের দেশের মানুষের জ্ঞান বেড়েছে। আমরা ভবিষ্যতে আরও অনেক উন্নত কাজ করতে পারব। পৃথিবীতে এই ধরনের বিশাল স্ট্র্যাকচারের সেতু আজ পর্যন্ত তৈরি হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা। এত রক্ত কোনো দিন বৃথা যেতে পারে না।

এসময় প্রধামনন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শোকরিয়া জানানোর পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি যখন বলেছি নিজেদের অর্থায়নে (পদ্মা সেতু) করব, মানুষ এগিয়ে এসেছে। এ সময় অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠান সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে এসেছিল, যার অনেকগুলো চেক তিনি স্মৃতি স্বরূপ তার কাছে সংরক্ষিত রেখেছেন, ভাঙানোর প্রয়োজন পড়েনি।

আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এই সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু করবেন। তখন অনেকে অবাক হয়েছিল। আজ পদ্মা সেতু হয়ে গেছে। অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কেউ প্রধানমন্ত্রীকে থামাতে পারেননি।

পদ্মা সেতুকে সক্ষমতা ও আত্মবিশ্বাসেরর প্রতীক এবং অপমানের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন, আমরা বীরের জাতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com