জঙ্গলে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নেয়া নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতাররা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আদর্শে উদ্ধুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের নামে পার্বত্য চট্টগ্রামের গহীন জঙ্গলে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নেন।
এদিকে বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।