সিটিজেননিউজ ডেস্কঃ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (নুর) ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান নির্বাচিত হয়েছেন।
সোমবার (১০ জুলাই) নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার।
নির্বাচনে দলের উচ্চতর পরিষদ জয়লাভ করে। এরমধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন আবু হানিফ। এছাড়া নির্বাচিত বাকি সদস্যরা হলেন- শাকিলউজ্জামান, হানিফ খান সজিব, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী ও জসিম উদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম জানিয়েছেন, নির্বাচনে মোট ভোটার ছিল ২১৬ জন। আর মোট প্রার্থী ছিলেন ১৮ জন। এরমধ্যে উচ্চতর পরিষদে ভোটার সংখ্যা ১২৬ জন। আর ভোট পড়েছে ৮৩টি। এরমধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৮১টি। বাকি দুইটি ভোট বাতিল হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে সর্বোচ্চ ১৩৫ ভোট পেয়ে দলটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব নুর এবং ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে থাকা রাশেদ খান সর্বোচ্চ ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
২০২১ সালে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই আহ্বায়ক কমিটি দিয়ে চলেছে দলটি। সোমবার নির্বাচনের মধ্যে দিয়ে দলটি প্রথম কমিটি পেলো।