কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ২৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃত রোহিঙ্গাদের নাম পরিচয় জানার পর তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উখিয়া সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
তিনি জানান, এসব রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়ে টমটম (ইজিবাইক), অটোরিকশা ও বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ২৯ রোহিঙ্গাকে আটক করা হয়।
তিনি আরো বলেন, তারা যেন ক্যাম্প ছেড়ে অন্য কোথাও যেতে না পারেন বা অন্য কোথাও গিয়ে কোনো অপরাধে জড়িত হতে না পারেন সেজন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আটক রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর নিজ নিজ ক্যাম্প ইনচার্জের মাধ্যমে নির্দিষ্ট ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।