ঘূর্ণিঝড় ‘মিগজাউম’এর প্রভাবে কয়েকদিন ধরে দেশব্যাপী চলা বৃষ্টি কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কমে শীত বাড়তে শুরু করবে বলেও জানিয়েছে সংস্থাটি।
শক্রবার সকালে গণমাধ্যমকে আবহাওয়াবিদ আব্দুর রহিম বলেন, বৃষ্টির প্রবণতা আজ দুপুর থেকে কমতে শুরু করবে। আশা করা যায় আগামীকালের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া আগামী দুই-তিন দিনের মধ্যে শীতের তীব্রতা বাড়তে পারে।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে ৭৭ মিলিমিটার, ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৭ মিলিমিটার।
চলতি বছর এ পর্যন্ত তিনটি ঘূর্ণিঝড় হয়েছে বাংলাদেশে। গত ১৪ মে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মোখা’। ২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এরপর ১৭ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। এরপর ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আঘাত করলো ভারতের উপকূলে।